Bengal: দুরন্ত লড়াই করে জয় দিয়ে রঞ্জি ট্রফির অভিযান শুরু বাংলার

0
1

জয় দিয়ে রঞ্জি ট্রফির ( Ranji Trophy) অভিযান শুরু করল বাংলা ( Bengal) । ম‍্যাচের চতুর্থ দিনে দুরন্ত লড়াই করে বরোদার বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেল অভিমন‍্যু ইশ্বরনের দল। সৌজন্য শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েলের দুরন্ত ব‍্যাটিং।

এভাবেই ফিরে আসা যায়! হারতে থাকা ম্যাচ কিভাবে জেতা যায়, তা দেখিয়ে দিল এই বাংলা দল। বরোদার বিরুদ্ধে চতুর্থ ইনিংসে অবিষ্মরণীয় লড়াইয়ে জয় হাসিল করল বাংলা। প্রথম ইনিংসে ব‍াংলার ব‍্যাটারদের ব‍্যর্থতা থাকলেও, দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফরম্যান্স তাদের। রবিবার যদিও শুরুতেই ফিরে যান অভিমন্যু। অভিমন‍্যু করেন ৭৯। বাংলার রান এগিয়ে নিয়ে যান মনোজরা। ৩৭ রান করেন তিনি। শেষ বেলায় শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল দলকে জয়ের পথ দেখান। ৭১ রানে অপরাজিত শাহবাজ। ৫৩ রানে অপরাজিত অভিষেক। ১০৮ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন শাহবাজ-অভিষেক। আর এর জেরে চার উইকেটে ম্যাচ জিতে যায় বাংলা।

আরও পড়ুন:Wriddhiman Saha: দল থেকে বাদ হতেই বিস্ফোরক ঋদ্ধি, বললেন দাদি ভরসা দিয়েছিলেন, কিন্তু…