Sunil Gavaskar: শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহানে, পুজারা বাদ যাওয়ায় অবাক নন গাভাস্কর

0
1

শ্রীলঙ্কার  (Srilnaka) বিরুদ্ধে দুই টেস্ট ম‍্যাচের সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের ( India) দুই অভিজ্ঞ ব‍্যাটার অজিঙ্কে রাহানে ( Ajinkye Rahane) এবং চেতেশ্বর পূজারা ( Cheteshwar Pujara)। আর এই দু’জনের বাদ পড়ায় একেবারেই বিস্মিত নন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)।

এদিন এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” এটা প্রত্যাশিতই ছিল। দক্ষিণ আফ্রিকার তিনটি টেস্টের একটাতেও যদি ওরা শতরান করত বা ব‍্যাটে ভালো রান করত, তা হলে অন্য রকম হতে পারত। অজিঙ্ক রাহানে একটা আকর্ষণীয় ইনিংস খেলেছে ঠিকই। কিন্তু সেটা ছাড়া কেউই প্রত্যাশা মতো যথেষ্ট রান করতে পারেনি। বিশেষ করে যখন দলের রান দরকার ছিল।”

যদিও গাভাস্কর মনে করেন রাহানে এবং পুজারার মত অভিজ্ঞ ব্যাটাররা ছন্দে থাকলে টেস্টের প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন নয় তাদের কাছে। এই নিয়ে গাভাস্কর বলেন,” ওরা ফিরতেই পারে। কেন নয়? ওরা যদি চেনা ছন্দে ফিরতে পারে, রঞ্জির প্রতি ইনিংসে ২০০-২৫০ রান করতে পারে, তা হলে তো ফেরাতেই হবে।”

আরও পড়ুন:Yash Dhull: রঞ্জির অভিষেক ম‍্যাচেই অনন্য নজির গড়লেন যশ_ ঢুল