অজয় রায়কে কেন গ্রেফতার নয় ? নিজের ফেসবুক পেজে এই প্রশ্ন তুলেছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উদয়ন গুহ। অভিযোগ গত ৬ মে বিধানসভা নির্বাচনে হারের পরে উদয়ন গুহর উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছিল বিজেপি নেতা অজয় রায়ের বিরুদ্ধে। অজয় রায় শনিবার কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী নিয়ে বাড়ি ফিরেছেন। সে সময় কয়েকজন আপরিচিত যুবক তার বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। তখন বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির ভেতর থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। এই গুলিতে জখম হয়ে একজন কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন। যদিও বিজেপি নেতা অজয় রায়ের দাবি এসব মিথ্যা অভিযোগ৷ তিনি কোথাও কোনও সন্ত্রাস করেননি । উল্টে তিনি বাড়ি ফেরার পর শাসক দল তার বাড়িতে ভাঙচুর ও বোমাবাজি করেছে গতকাল।












































































































































