বড়সড় একটি ডাকাতির ছক বানচাল করল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের জালে ধরা পড়ল অস্ত্র -সহ ৪ অপরাধী। গোপন সূত্রে খবর পেয়ে ৪ জন ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকেই হরিশ্চন্দ্রপুর এলাকার। ধৃতদের নাম পলাশ দাস (২৪), বিকাশ সিং(২৮), ছোটন নাগ(৩০), শেখ ইউসুফ(২৪)। ধৃতদের কাছ থেকে লোহার রড, ধারালো ছুরি সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযুক্তদের নামে আগেও একাধিক অভিযোগ রয়েছে। তাদের প্রকৃত উদ্দেশ্য বা পরিকল্পনা কি ছিল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্বভাবতই ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনিতেও বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরে অপরাধমূলক কাজকর্ম দিনের পর দিন বাড়ছে। পুলিশ যথেষ্ট তৎপর থাকলেও সব ক্ষেত্রে অপরাধীদের আটকানো সম্ভব হচ্ছে না।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন,” পুলিশ তদন্ত শুরু করছে। ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।”













































































































































