ফের পথদুর্ঘটনা ধূপগুড়িতে। রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ধূপগুড়ি-ফালাকাটা জাতীয় সড়কের জঙ্গলিবাড়ি সংলগ্ন এলাকায়। জানা গেছে মৃতর নাম পরেশ সরকার (৩৫) । তিনি কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অন্তর্গত কাউয়ার টারি এলাকার বাসিন্দা ছিলেন। এ দিন ভোরে কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অন্তর্গত কাউয়ার টারি থেকে একটি সব্জি বোঝাই পিকআপ ভ্যান ধূপগুড়ি সুপার মার্কেটের দিকে আসছিল। সেসময় জঙ্গলিবাড়ি এলাকায় পিকআপ ভ্যানের এক্সেল ভেঙ্গে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় গুরুতর জখম হন গাড়ির চালক সহ ৩ জন। স্থানীয় বাসিন্দারাই বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক ১ জনকে মৃত বলে ঘোষণা করেন । বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে উদ্ধার করেছে।
গত শুক্রবার সন্ধ্যায় ঐ একই জায়গায় ঘটেছিল এক মর্মান্তিক পথ দূর্ঘটনা।
একদিন আগেই ওই একই জায়গায় দুর্ঘটনায় আহত হয়েছিলেন ১৪ জন। এরমধ্যে এখনো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ৮ জনের চিকিৎসা চলছে এবং জলপাইগুড়ি সদর হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।