Weather-Bengal : শনিবারও সামান্য নামল পারদ, ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্তে বৃষ্টির ভ্রুকুটি

0
2

যাই যাই করেও শীত যাচ্ছে না । মাঘ মাস শেষ । সেই অর্থে শীতের মরসুম শেষ। কিন্তু শনিবার সকালে ফের সামান্য নামল তাপমাত্রার পারদ । এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে তাপমাত্রার এই উত্থান-পতন স্বাভাবিক । কারণ পুরোপুরি এই বছরের মতো বিদায় নেওয়ার আগে শীতের রেশটুকু তো থাকবেই । সেই রেশ ধরেই শনিবার ফের একবার শীতের আমেজ কলকাতাসহ দক্ষিণবঙ্গে।

 

এদিকে ঝাড়খন্ড – ছত্তিশগড় জুড়ে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবর্তের জেরে শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রবিবার দিনও আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোমবারও বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দুই ২৪ পরগনা বীরভূম, বাঁকুড়া, নদিয়া বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে কোনও কোনও জায়গায় ভারী বর্ষণের ভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে।

তবে বৃষ্টি হলেও শীত আর নতুন করে ফিরবে না । এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকালে তাপমাত্রার পারদ সামান্য কমলেও কনকনে শীত ফেরার কোনো পরিবেশ বা পরিস্থিতি এবং সম্ভাবনা কোনটাই নেই । অর্থাৎ গ্রীষ্ম আসার আগে পর্যন্ত বসন্তের মৃদু মনোরম আবহাওয়া উপভোগ করবেন রাজ্যবাসী।