দক্ষিণ দমদম পুরসভায় জমজমাট প্রচার তৃণমূলের

0
1

দরজায় কড়া নাড়ছে পুরসভা নির্বাচন। শনিবার দমদম বিধানসভার অন্তর্গত দক্ষিণ দমদম পুরসভার ৭নম্বর ওয়ার্ড এবং দমদম পুরসভার ১৯নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে প্রচার করলেন দমদমের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।
উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে দমদম ও দক্ষিণ দমদম পুরসভার সব ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে নাগের বাজার মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। ছিলেন দমদম বিধানসভার বিধায়ক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমদমের সাংসদ সৌগত রায় এবং বিশিষ্টরা।

আরও পড়ুন-  Bhuban: তিন লক্ষ টাকার চুক্তি, সেলিব্রিটি ভুবন কি আর বিক্রি করবেন কাঁচা বাদাম?
ব্রাত্য বসু বলেন, সরকার কোভিড সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখে ইতিবাচক সিদ্ধান্তই নিয়েছে। ধাপে ধাপে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি খোলার ব্যবস্থা করা হয়েছে।