সোনারপুরে উদ্ধার মা-ছেলের জোড়া মৃতদেহ, খুন নাকি আত্মহত্যা?

0
1

শেয়ার বাজারে লাগাতার বিনিয়োগ, সেখান থেকেই ব্যাপক লোকসান। ঋণের দায়ে জর্জরিত হয়ে বিক্রি করতে হয়েছিল বসতবাড়িও। কিন্তু ফের লোকসান। অবশেষে করুন পরিণতি সোনারপুরের বাসিন্দা মা ও ছেলের।

শুক্রবার রাতে সোনারপুরের থানার অন্তর্গত সুভাষগ্রাম এলাকার একটি বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের নাম গৌতম মজুমদার (ছেলে) ও তপতী মজুমদার (মা)। জানা গিয়েছে, লাভের আশায় গৌতম শেয়ার বাজারে প্রচুর টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু গত দু’বছর ধরে লাভের মুখ দেখেননি। মাস কয়েক আগে সুভাষগ্রামের বসতবাড়িও বিক্রি করে দিয়েছিলেন তিনি। সেই টাকাও শেয়ার বাজারে ঢেলেছিলেন। কিন্তু পরিস্থিতির বদলায়নি। বরং, সব হারিয়ে পরিবার নিয়ে রাস্তায় বসেছিলেন গৌতম। চরম হতাশা থেকে সম্প্রতি মানসিক অবসাদ ভুগছিলেন গৌতম।

আর্থিক অনটনের ধাক্কা সামলাতে না পেরে ধাক্কা সামলাতে না পেরে শেষপর্যন্ত মৃত্যুর পথ বেছে নিলেন গৌতম মজুমদার। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে গৌতমবাবু আত্মহত্যা করেছেন, একই কারণে তাঁর মা তপতীদেবীও
আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:বারুইপুরে প্রমোটার খুনে শুরু ব্যাপক ধরপাকড়, এক মহিলা সহ গ্রেফতার ৫