India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে নেই বিরাট, পন্থ : সূত্র

0
3

কলকাতার ক্রিকেট প্রমীদের জন‍্য দুঃস সংবাদ। জানা গিয়েছে রবিবার ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে তৃতীয় টি-২০ (T-20) ম‍্যাচে দেখা যাবে না বিরাট কোহলি (Virat Kohli)এবং ঋষভ পন্থকে (Rishabh Pant)। এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী ভারতীয় দলের জৈব বলয় থেকে বিরাট এবং পন্থকে ১০ দিনের বিরতি দিয়েছে বিসিসিআই। আর এর জেরে বিরাট কোহলির ম্যাজিক বা পন্থের ব‍্যাটিং দেখা থেকে বঞ্চিত থাকবেন দর্শকরা।

সিরিজ জেতা আগেই হয়ে গিয়েছে। রবিবার ম‍্যাচ শুধু নিয়মরক্ষার। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নাকি ছুটি চেয়েছিলেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। এই নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, “যেহেতু সিরিজ জেতা হয়ে গিয়েছে তাই দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। জৈবদুর্গের মধ্যে থাকার চাপ সামলানো এবং সেই সঙ্গে ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা রাখার জন্য ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নিয়েছে বোর্ড।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস