পৃথক রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু নিয়ে ফিরবে না বিজেপি : উদয়ন গুহ

0
1

পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারের কোথাও বিজেপি একটাও মিছিল করলে হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবেনা। এভাবেই বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলার চেয়ারম্যান ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। উদয়নের এই মন্তব্য মুলত কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক ও বিজেপির তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভাকে কেন্দ্র করে। কারণ এই দুজনই আলাদা রাজ্যের দাবি তুলেছেন।

এদিকে বিজেপির তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা পাল্টা বলেন, তিনি তুফানগঞ্জে বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচারে হেটে চলেছেন৷ উদয়ন গুহ পারলে আসুন।