TMC: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর স্বামী, অভিযুক্ত বিজেপি নেতার নিরাপত্তারক্ষী!

0
1

দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূলের (Tmc) প্রার্থীর স্বামী। দিনহাটা শহরের বাবুপাড়ার ঘটনা। পেটের কাছে গুলি লাগে তৃণমূলের দিনহাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিঠু দাসের স্বামী তাপস দাসের। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানই গুলি চালয়েছে। গুরুতর আহত অবস্থায় তাপস দাসকে দিনহাটা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহার এমজেএন (MJN) হাসপাতাল ভর্তি করা হয়েছে।

দিনহাটার বিধায়ক উদয়ন গুহের উপরে হামলার অভিযোগ উঠেছিল বিজেপি নেতা অজয় রায়ের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকে অজয় রায় ফেরার ছিলেন। শনিবার, দিনহাটায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে ফিরেছেন তিনি। এই খবর পেয়ে উদয়নের উপরে হামলাকারীর গ্রেফতারের দাবিতে অজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অভিযোগ তখন গুলি চালানো হয়। তৃণমূলের দাবি গুলি চালিয়েছে বিজেপি (Bjp) নেতা অজয় রায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।