হিজাব পরার দাবিতে বিক্ষোভ, ৫৮ ছাত্রী বহিষ্কৃত কর্নাটকের স্কুলে

0
2

কর্নাটকের(Karnatak) হিজাব ইস্যুতে(Hijab Row) উত্তাল গোটা দেশ। শিক্ষা প্রতিষ্ঠান হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে জায়গায় জায়গায় চলছে আন্দোলন। শুক্রবার কর্নাটকের শিবমোগা জেলায় এই ইস্যুতে আন্দোলনে নেমেছিল ছাত্রীরা। যার জেরে ৫৮ স্কুল পড়ুয়াকে(School Student) সাসপেন্ড করল কর্তৃপক্ষ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সাসপেন্ড হলেও নিজেদের দাবিতে অনড় ছাত্রীরা। তাদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, “হিজাব আমাদের অধিকার। আমরা মৃত্যুবরণ করতে রাজি। কিন্তু হিজাবের সঙ্গে আপস করব না।”

স্কুল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, সাসপেন্ড ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুল চত্বরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ছাত্রীদের পাশাপাশি বিক্ষোভস্থলে যারা উপস্থিত ছিল তাদের বিরুদ্ধেও ১৪৪ ধারা ভাঙার অভিযোগে মামলা দায়ের হয়েছে। প্রশাসনের দাবি, গত তিন দিন ধরেই পুলিশ ও স্থানীয় তহশিলদার ছাত্র ছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা জানাচ্ছিলেন।

আরও পড়ুন:বারুইপুরে প্রমোটার খুনে শুরু ব্যাপক ধরপাকড়, এক মহিলা সহ গ্রেফতার ৫

উল্লেখ্য, কর্নাটকে হিজাবের পক্ষে ও বিপক্ষে লাগাতার বিক্ষোভ চলছে বিগত কয়েক সপ্তাহ ধরে। হিজাব পরে স্কুলে আসা যাবে না বলে কতৃপক্ষের নির্দেশিকার প্রতিবাদে ইস্তফা দিয়েছেন তুমাকুরুর এক কলেজের ইংরেজি শিক্ষিকা। জানা গেছে, সম্প্রতি কলেজের অধ্যক্ষ তাকে ডেকে হিজাব পড়ে ক্লাস না নেওয়ার নির্দেশ দেন। এহেন নির্দেশের প্রতিবাদে ইস্তফা দেন ওই শিক্ষিকা।