Atk Mohunbagan: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র বাগান ব্রিগেডের

0
1

কেরালা ব্লাস্টার্সের ( Kerala Blasters)বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র এটিকে মোহনবাগানের (Atk Mohunbagan)। বাগানের হয়ে গোল দুটি করেন ডেভিড উইলিয়ামস এবং জনি কাউকো। এই ড্র এর ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে বাগান ব্রিগেড। ১৬ ম‍্যাচে ৩০ পয়েন্ট তাদের।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম‍্যাচের ৭ মিনিটে গোল করে কেরালা ব্লাস্টার্সকে এগিয়ে দেন আদ্রিয়ান লুনা। তবে এর এক মিনিটের মাথায় গোল করে বাগানের হয়ে সমতা ফেরান উইলিয়ামস। এরপর আক্রমণের গেলেও প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১। ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ৬৭ মিনিটে কেরলকে এগিয়ে দেন লুনা। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় জুয়ান ফেরান্ডোর দল। এরই মধ‍্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্রবীর দাস। তবে ১০ জনে হয়ে গেলেও আক্রমণে ঝাপাতে ভোলেনি বাগান ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ইনজুরি টাইমে বাগানের হয়ে গোল শোধ করেন জনি কাউকো।

আরও পড়ুন:Bengal: তৃতীয় দিনে দুরন্ত কামব‍্যাক বাংলার, জিততে গেলে দরকার ২০৩ রান