Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) এক ম‍্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরল ভারতীয় দল । শুক্রবার ইডেনে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ রানে জিতল রোহিত শর্মার দল। সিরিজের ফলাফল ২-০।

২) রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনে ব‍্যাটিং-এ ধস বাংলার । প্রথম দিন যদি নায়ক হয়ে থাকেন বাংলার বোলাররা। দ্বিতীয় দিনে ভিলেন বাংলার ব‍্যাটাররা। ব‍্যাটিং-এর ব‍্যর্থতার কারণে বরোদার বিরুদ্ধে মাত্র ৮৮ রানে শেষ হয়ে গেল বাংলার প্রথম ইনিংস।

৩) শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০  সিরিজে নাও খেলতে পারেন বিরাট কোহলি । বিসিসিআইয়ে এক সূত্রের খবর সেই সিরিজে সম্ভবত বিশ্রাম নেবেন কোহলি। ২৪, ২৬, ২৭ ফেব্রুয়ারি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম‍্যাচের সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল।

৪) শনিবার আইএসএলের  পরবর্তী ম‍্যাচে নামতে চলেছে এটিকে মোহনবাগান । প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স । টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে খেলতে নামছে বাগান ব্রিগেড। কেরলের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে সমীহ বাগান কোচ জুয়ান ফেরান্ডোর।

৫) কলকাতার ফুটবল প্রেমীদের জন‍্য সুখবর। কলকাতায় বসতে চলেছে ২০২৩ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের রাউন্ডের ম‍্যাচ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানান হয়েছে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি।

আরও পড়ুন:India Team: এক ম‍্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরল ভারতীয় দল