বারুইপুরে প্রমোটার খুনে শুরু ব্যাপক ধরপাকড়, এক মহিলা সহ গ্রেফতার ৫

0
2

(বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে নিহতের পরিবারের তরফে। পুলিশের তরফেও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে)

দামি বাইক, বহুমূল্য পোশাক, সঙ্গী বান্ধবী। আর সেই যুবককেই ‘ছাগল চোর’ অপবাদ দিয়ে পিটিয়ে মারল গ্রামবাসীরা! বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে বারুইপুরে। নিহত অভীক মুখোপাধ্যায় পেশায় প্রোমোটার। দক্ষিণ কলকাতার নেতাজি নগরের বাসিন্দা। ৩৫ বছরের যুবকের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে। কেন এত রাতে ওই এলাকায় তিনি গিয়েছিলেন, তৈরি হয়েছে ধন্দ। বান্ধবী প্রিয়াঙ্কা সরকার অবশ্য অক্ষত। অভীকের গণধোলাইয়ের সময় তিনি একটি বাড়িতে লুকিয়ে পড়েন। পরে তাঁকে খুঁজে পাওয়া যায়।

এদিকে বারুইপুরে প্রোমোটার খুনের ঘটনায় শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। গতকাল, রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত এক মহিলা সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পাঁচজনই যেখানে ঘটনা ঘটেছিল, সেই ২০০ পল্লি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সেই অঞ্চল থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে নিহতের পরিবারের তরফে। পুলিশের তরফেও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার নিহতের বান্ধবিকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও রাতে তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। তাঁকে বলা হয়েছে তদন্তের প্রয়োজনে তাঁকে সবরকম সহযোগিতা করতে হবে এবং যখনই ডাকা হবে তখনই থানায় এসে হাজিরা দিতে হবে।