Ssc-HighCourt : এসএসসি গ্রুপ সি পদে নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

0
2

এসএসসির গ্রুপ সি  পদে ৩৫০ কর্মীর ভুয়ো নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের উপরে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।  শুক্রবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে নিয়ে গঠিত কলকাতা হাইকোর্টের  ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ফলে গ্রুপ সি নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ আপাতত স্থগিত রইল। আগামী ২২ ফেব্রুয়ারি  ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন সিঙ্গল বেঞ্চ গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি-র গ্রুপ সি পদে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তার আগে গত ডিসেম্বর মাসে   ৩৫০ জন কর্মীর বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছিল এই সিঙ্গল বেঞ্চই।