হিজাবের পর এবার সিঁদুরের টিপ পরা নিয়ে শুরু বিতর্ক

0
1

হিজাব বিতর্কের (Hijab Controversy) পর এবার সামনে এল নয়া ইস্যু। সিঁদুরের টিপ (Sindoor Controversy) পরে কলেজে ঢোকা যাবে না, জানাল কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে সেই কর্ণাটকেই (Karnataka)।

আরও পড়ুন: Ssc-HighCourt : এসএসসি গ্রুপ সি পদে নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

শুক্রবার কর্ণাটকের বিজয়পুরায় (Vijayapura district) পিইউসি সরকারি কলেজে (PUC College) এক ছাত্রকে কপালে সিঁদুরের টিপ (Sindoor Controversy) পরে ঢোকায় তাঁকে আটকে দেওয়া হয়। ছেলেটিকে কলেজে ঢোকার আগে সিঁদুর সরাতে বলা হয়। তিনি রাজি না হলে তাকে বাড়ি ফিরে যেতে বলা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বজরং দলের কর্মীরা পিইউসি কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কলেজের বাইরে জড়ো হয়ে কলেজ ও শিক্ষকদের বিরুদ্ধে স্লোগান দেয়। শুরু হয় তর্ক- বিতর্ক।

সিঁদুরের টিপ পরতে না দেওয়াকে কেন্দ্র করে ক্লাস বয়কট করেন পড়ুয়ারা। ছাত্রদের বক্তব্য, ‘এতদিন আমরা চুপ ছিলাম। ধর্মীয় বিভাজন প্রশ্রয় পাবে বলেই গেরুয়া উত্তরীয় পরা নিয়ে কোনও প্রতিবাদ করিনি। কিন্তু এখন কপালে সিঁদুরের টিপ পরাতেও আপত্তি করছে কলেজ কর্তৃপক্ষ। সিঁদুরের টিপ আমাদের ধর্মীয় আচার আচরণের অবিচ্ছেদ্য অঙ্গ।’

আরও পড়ুন: গায়ে পড়ে বিরিয়ানি ও জোর করে কোলাকুলি বিদেশনীতি নয়: মোদিকে তোপ মনমোহনের

অন্যদিকে, কলেজের কর্মীরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কোনও ধর্মীয় পোশাক পরা অথবা ধর্মীয় আচার আচরণ চলবে না। হাইকোর্টের সেই নির্দেশের পরেও বিভিন্ন স্কুল-কলেজে চলছেই হিজাব বিতর্ক। এই পরিস্থিতিতে নতুন বিতর্ক শুরু হল কপালে টিপ পরাকে কেন্দ্র করে।