Entertainment:প্রকাশ্যে এলেন গ্যাংস্টার অক্ষয় কুমার, মুক্তি পেল ‘বচ্চন পান্ডে’-র ট্রেলার

0
1

সামনে এলেন বচ্চন পান্ডে (Bachchhan Paandey),পাথরের এক চোখ নিয়ে প্রায় ৩ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারে দাপিয়ে বেড়ালেন গ্যাংস্টার অক্ষয় কুমার (Akshay Kumar)। রঙের উৎসবে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি ‘বচ্চন পান্ডে’ (Bachchhan Paandey Movie)। নিজের ‘ভালোমানুষ’-এর খোলস ছেড়ে নয়া অবতারে অক্ষয় কুমার (Akshay Kumar)। ছবিতে রয়েছেন কৃতী শ্যানন, আরশাদ ওয়ারসি, জ্যাকলিন ফার্নান্ডেজসহ অন্যান্যরা।

অ্যাকশনে ভরপুর ‘বচ্চন পান্ডে’-র ট্রেলার মুক্তির (Bachchhan Paandey Trailer)পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

https://www.instagram.com/tv/CaGzONtpnT7/?utm_source=ig_web_copy_link

পুরো ছবি জুড়েই রয়েছে খুন, বন্দুক, রক্ত আর চোখা ডায়ালগ। ট্রেলারে দেখা গেছে, ‘বচ্চন পান্ডে’ এর নাম ভুমিকায় অক্ষয় কুমার যিনি একজন ঠান্ডা মাথার খুনি। মারপিট,গুলি-বন্দুক এইসব তাঁর শখ। তাঁর পথে কেউ বাধা সৃষ্টি করলে তাঁকে খুন করতে এক পায়ে খাঁড়া বচ্চন পান্ডে মশাই। আর এখানেই টুইস্ট, ডকুমেন্টারি ফিল্মমেকার কৃতী শ্যাননের নজরে পড়েন বচ্চন পান্ডে। সঙ্গী বিশু অর্থাৎ আরশাদ ওয়ারশিকে নিয়ে ডকুমেন্টারি তৈরির সিদ্ধান্ত নেন মীরা অর্থাৎ কৃতী। কিন্তু কী আছে ‘বচ্চন পান্ডে’র অতীত জীবনে?

Shubhendu Adhikari : কাঁথিতে আবার শুভেন্দু অধিকারীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান

প্রায় ৩ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, বচ্চন পান্ডে নিজের প্রেমিকা সোফিকে ( ছবিতে এই চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ) খুন করেছে। এমন ঠান্ডা মাথার খুনির খপ্পড়ে পড়ে ফেঁসে যায় মীরা ও বিশু। আর সেই গল্পেই রয়েছে চূড়ান্ত কমেডিও। সোশ্যাল মিডিয়ায় এদিন ছবির ট্রেলার শেয়ার করেছেন কৃতী শ্যানন। লিখেছেন, ‘হোলি পে গোলি।
ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ সামজি। ২০১৯ সালে ‘হাউজফুল ৪’ করার পর ফের অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে কৃতী শ্যাননকে। ১৮ মার্চ ২০২২-এ বড় পর্দায় মুক্তি পাবে বচ্চন পান্ডে।