দুর্গাপুর স্টিল প্ল্যান্টে গ্যাস লিক করায় তিনজন ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। গ্যাসের বিষক্রিয়ায় আরো ছ’জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদশীর্দের বিবরণ থেকে জানা গিয়েছে এদিন সকাল ১১ টা নাগাদ স্টিল প্ল্যান্টের পাইপ লাইনে কাজ হচ্ছিল। সম্ভবত তখনই পাইপ থেকে গ্যাস লিক করা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন শ্রমিক অচেতন হয়ে পড়ে। তারপর এই ঘটনার কথা জানাজানি হতেই অন্য শ্রমিকরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যায় । প্রথমে তাদের প্ল্যান্ট মেডিক্যাল হাসপাতাল অর্থাৎ প্ল্যান্টের ভিতর যে হাসপাতাল ইউনিট আছে সেখানে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দুর্গাপুর ইস্পাত হাসপাতাল ও দুর্গাপুর বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।