Entertainment: ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি নিয়ে সংশয়! প্রাণে মারার হুমকি পরিচালককে 

0
1

রাজনীতির (Politics)শিকার নাকি শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ? আবারও সিনেমা মুক্তি নিয়ে সংশয়। শুধু তাই নয় পরিচালককে প্রাণনাশের হুমকি (Death threats) শুনতে হচ্ছে বলে সূত্রের খবর। কথা হচ্ছে ভারতীয় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নিয়ে। কাশ্মীরের (Kashmir) হিন্দু পণ্ডিতদের উপর অত্যাচার, তাঁদের গণহত্যার অনন্য দলিল এই ছবি(Film)। মার্কিন মুলুকে দেখানো হয়েছে, কিন্তু ভারতীয় দর্শকদের কাছে এ ছবি পৌঁছবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

প্রজাতন্ত্র দিবসে মার্কিন মুলুকের টাইমস স্কোয়্যার টাওয়ারে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ফিচার করা হয় দ্যা বিগ অ্যাপেলে। ‘দ্য তশকন্ত ফাইলস’ এর পরিচালক(Director) বিবেক অগ্নিহোত্রীর ছবি ঘিরে দর্শকদের আলাদা রকমেরই প্রত্যাশা। তাছাড়া কাশ্মীরের জানা অজানা কাহিনী অবলম্বনে ছবি তাই দর্শকের প্রত্যাশা একটু বেশিই। ভারতীয় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রে কম করে তিরিশ বার দেখানো হয়েছে । কিন্তু সে দেশে চললেও স্বদেশে ছবি মুক্তির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে পরিচালককে। তিনি হুমকির মুখে পড়েছেন এমনটাই দাবি করছেন স্বয়ং পরিচালক।

নাবালিকা কিশোরী প্রেমের টানে সীমানা পেরিয়ে বাংলাদেশে, , কী হল পরবর্তীতে?

মাসখানেকের মধ্যেই ভারতে মুক্তি পাওয়ার কথা ছবিটির। জানা যাচ্ছে, মার্কিন মুলুকে ছবি মুক্তির আগেও এরকমই হুমকি পেয়েছিলেন বিবেক। কিন্তু তিনি সে সবই উপেক্ষা করেছিলেন। ইদানিং হুমকি ফোনকল ও মেসেজের সংখ্যা নাকি বেড়েই চলেছে। পরিচালককে প্রাণে মারার হুমকিও এসেছে ইতিমধ্যে।ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), অনুপম খের(Anupam Kher), পল্লবী যোশীর মতো দাপুটে অভিনেতারা। পরিচালক বলছেন সাম্প্রদায়িক হিংসার কথা নয়, বাস্তবকে তুলে ধরেছেন তিনি। পাশাপাশি স্পষ্ট বার্তাও রয়েছে সিনেমায়। কিন্তু ছবি কি আদৌ দেখার সুযোগ পাবেন দর্শক? চিন্তায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পরিচালক নিজেই।