আগামীকাল আইএসএলের ( Isl) পরবর্তী ম্যাচে নামতে চলেছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স ( Kerala Blasters)। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে খেলতে নামছে বাগান ব্রিগেড। কেরলের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে সমীহ বাগান কোচ জুয়ান ফেরান্ডোর।

এফসি গোয়ার বিরুদ্ধে প্রতিপক্ষকে একফোঁটাও জায়গা দেয়নি বাগান ব্রিগেড। একই ছক কী থাকবে কেরলের বিরুদ্ধে? এই নিয়ে জুয়ান বলেন,”আমাদের পরিকল্পনা ভিন্ন হবে কেরালার বিরুদ্ধে। কারণ এটি সম্পূর্ণ একটি ভিন্ন খেলা। এফসি গোয়ার বেশ কিছু ফুটবলার ছিলেন না, তবে কেরালার ক্ষেত্রে সেই বিষয়টি নেই। তবে আমাদের প্রেস করতে হবে, প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে হবে। আমরা আমাদের লক্ষ্য নিয়েই নামব। আর সেটা জয়। ”

এফসি গোয়া ম্যাচে চোটে পান লিস্টন কোলাসো। কেরালা ম্যাচে কি নামবেন কোলাসো? এর জবাবে ফেরান্ডো বলেছেন,”হ্যাঁ ও চোট পেয়েছে তবে সেই চোট অতটা গুরুতর নয়। আশা করি ও নামবে।”
টানা ১১ ম্যাচ অপরাজিত এটিকে মোহনবাগান। এর জেরে দলের মধ্যে আত্মবিশ্বাস কেমন? ফেরান্ডো বলেছেন, “আমরা রেকর্ড নিয়ে ভাবছি না, প্রতিটা ম্যাচ ধরে ধরে ভাবছি। আমরা লিগের শীর্ষে যেতে চাই।”

এই মুহূর্তে ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে বাগান ব্রিগেড। শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেয়ে শীর্ষে যেতে মরিয়া এটিকে মোহনবাগান।
আরও পড়ুন:Jay Shah: রঞ্জি ট্রফি আয়োজন করা নিয়ে কী বললেন বোর্ড সচিব জয় শাহ?










































































































































