স্কুল ফি-তে কোভিড ছাড় উঠল, ৫০% টাকা জমা করতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে : কোর্ট

0
3

করোনাকাল অতিক্রান্ত। রাজ্যের প্রতিটি শিক্ষালয় খুলে গিয়েছে। তাই এবার কোভিডকালীন ফি ছাড়ের যে নির্দেশ ছিল তা উঠে গেল। শুক্রবার কলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছে। বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নেতৃত্বাধীন কলকাতা হাইকোর্টের  ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। ফলে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই স্কুলে ৫০ শতাংশ ফি জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালে করোনার সময় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, বেসরকারি স্কুলগুলিতে টিউশন ফি ২০ শতাংশ কমিয়ে দিতে হবে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছিল কোনও ধরনের নন অ্যাকাডেমিক ফিও নেওয়া যাবে না। কারণ সেই সময় অনেক অভিভাবক জানিয়েছিলেন অতিমারির জেরে কর্মসংকোচনের কারণে স্কুল ফি দিতে তাঁরা অপারগ। তাঁদের অভিযোগ ছিল, স্কুল বন্ধ। অথচ  বিভিন্ন নন অ্যাকাডেমিক ক্ষেত্রের নাম করে  স্কুল কর্তৃপক্ষ বেতন নিয়ে যাচ্ছে। তখন এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকরা।

আগামী ২৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।