রঞ্জি ট্রফির ( Ranji Trophy) দ্বিতীয় দিনে ব্যাটিং-এ ধস বাংলার (Bengal) । প্রথম দিন যদি নায়ক হয়ে থাকেন বাংলার বোলাররা। দ্বিতীয় দিনে ভিলেন বাংলার ব্যাটাররা। ব্যাটিং-এর ব্যর্থতার কারণে বরোদার বিরুদ্ধে মাত্র ৮৮ রানে শেষ হয়ে গেল বাংলার প্রথম ইনিংস।
ম্যাচে এদিন বাংলার হয়ে সর্বোচ্চ রান সুদীপ ঘরামী এবং অভিষেক পোড়েলের। দুজনেই করেন ২১ রান। এই দুইজনকে বাদ দিলে বাংলার ব্যাটারদের রানের সংখ্যা ঠিক এরকম, অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন করেন ৪ রান। সুদীপ চট্টাপাধ্যায় করেন ১১ রান। অনুষ্টুপ মজুমদার এবং মনোজ তিওয়ারি করেন শূন্য রান। বরোদার হয়ে ৫ উইকেট নেন অতীত শেঠ।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বরোদার রান সংখ্যা ১৪৪। ২৩৭ রানে এগিয়ে তারা।
এই ম্যাচের পর বাংলার কোচ অরুন লাল বলেন,” আমাদের ব্যাটাররা ভালো। কিন্তু আজকে আমাদের ভাগ্য ছিল না। আশা করছি আমরা লড়াইয়ে ফিরে আসব।”
আরও পড়ুন:Virat Kohli: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম নিতে পারেন কোহলি : সূত্র