চরমসীমা শেষ হতেই পদক্ষেপ: বাঁকুড়ায় ১০ আলিপুরের ৩ নির্দলকে বহিষ্কার তৃণমূলের

0
3

হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগেই নির্ধারিত সীমা পার হওয়ার পর এবার পদক্ষেপ শুরু হলো। ১০৮ পুরনিগমের নির্বাচনে(Municipality Election) টিকিট না পেয়ে যে সমস্ত তৃণমূল(TMC) নেতা নির্দল হিসাবে দাঁড়িয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যে তাদের প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে। সেই নির্দেশ না মানার পর বৃহস্পতিবার সন্ধ্যায় নদিয়ায় ২১ জন সহ ৫ জেলায় ৫৮ প্রার্থীকে বহিষ্কার করা হয়। শুক্রবার ফের বাঁকুড়ার ১০ জন এবং আলিপুরের ৩ জন নির্দল প্রার্থীকে তৃণমূল থেকে বহিস্কার করা হয়েছে।

রবিবার নদীয়া জেলায় গিয়ে চরম সময়সীমা বেঁধে দিয়েছিলেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। পরদিন ৪ পুরনিগমের ফল প্রকাশে তৃণমূলের বিপুল জয়ের পর বিকেলে তিনি জানিয়ে দেন, যারা নির্দল হয়ে মনোনয়ন পেশের সিদ্ধান্ত নিয়েছেন তাদের আবারো বলা হচ্ছে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলাতে হবে, না হলে বহিষ্কার করা হবে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করলো জেলা তৃণমূল নেতৃত্ব। এদিকে বৃহস্পতিবার আরও একটি নোটিশ প্রকাশ্যে আনে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। এখানেও ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। সময়সীমা পার হওয়ার পর জেলায় জেলায় বিক্ষুব্ধদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হবে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস এবার কড়া হতে বুঝিয়ে দিতে চাইছে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত শেষ কথা, দলের সামগ্রিক রিপোর্ট বিচার করে শেষ সিদ্ধান্ত নেবেন তারাই।

আরও পড়ুন:‘তসলিমা ঘৃণার প্রতীক’, হিজাব ইস্যুতে লেখিকাকে তোপ ওয়েইসির

এদিকে বহিষ্কারের নির্দেশের পরই সুর বেশ কিছু জায়গায় নরম করেছে তৃণমূলের বিক্ষুব্ধরা। উত্তর ২৪ পরগনার ৫৭ জন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলের মধ্যে ২৮ জন বিক্ষুব্ধর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছে।