ভোটের আগেই কাঁথিতে অস্বস্তিতে শুভেন্দু, ভাই সৌমেন্দুর বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতের

0
1

কাঁথি পুরভোটের আগে ফের চরম অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু। আর্থিক অনিয়মের মামলায় সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল কাঁথির এসিজেএম কোর্ট।

জানা গিয়েছে, কাঁথি প্রভাতকুমার কলেজে গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন সৌমেন্দু। সেই সময় কলেজ বিল্ডিং নির্মাণে আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ ওঠে। কাঁথির বাসিন্দা, পেশায় আইনজীবী আবু সোহেল এই বিষয়টিকে নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আবেদনের ভিত্তিতে কাঁথির এসিজেএম কোর্ট আজ, বৃহস্পতিবার থানার আইসিকে এফআইআর করে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস জানিয়েছে, এফআইআর-এর প্রস্তুতি শুরু করেছেন তাঁরা।

আরও পড়ুন:‘সময় শেষ হয়ে আসছে’ আগেই বুঝেছিলেন বাপ্পি লাহিড়ী?

এখন কাঁথিতেই রয়েছেন শুভেন্দু। সেখানে তিনি পৌরসভা ভোটের প্রচার করেন। শুভেন্দুকে দেখেও এদিন বিক্ষোভ শুরু হয় কাঁথিতে।