কবে থেকে দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? জানাল মধ্যশিক্ষা পর্ষদ

0
1

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Secondary Exam Admit Card) বিলির দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Secondary Exam Admit Card) দেওয়া হবে। তাতে কোনও ভুল থাকলে ৪ মার্চের মধ্যে সংশোধনের আবেদন করতে হবে। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।

আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৬ মার্চ পর্যন্ত। কবে কী পরীক্ষা সে রুটিনও ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১১টা ৪৫ মিনিটে। চলবে বেলা ৩টে পর্যন্ত। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আগেই বলে দিয়েছিলেন, ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৯ হাজার ৯৯১টি স্কুলের পড়ুয়া। কোভিড বিধি মেনে যতখানি সম্ভব পরীক্ষাকেন্দ্র বাড়ানো হবে বলে জানিয়েছিলেন পর্ষদ সভাপতি।

আরও পড়ুন-ফের শিরোনামে বিশ্বভারতী! অবিলম্বে হোস্টেল খোলার দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

একনজরে দেখে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষার রুটিন

৭ মার্চ বাংলা। ৮ মার্চ ইংরেজি। ৯ মার্চ ভূগোল। ১১ মার্চ ইতিহাস। ১২ মার্চ জীবনবিজ্ঞান। ১৪ মার্চ অঙ্ক। ১৫ মার্চ ভৌত বিজ্ঞান। ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়।

অন্যদিকে, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা। স্কুলগুলিকে ৪ মার্চের মধ্যে প্র্যাকটিক্যাল নিতে হবে বলে জানানো হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ছাত্রছাত্রীরা চাইলে স্কুলে এসে অথবা অনলাইনেও এই পরীক্ষা দিতে পারবে। প্র্যাকটিক্যালের ১২টি বিষয়ের লিঙ্ক প্রকাশ করেছে সংসদ। প্রধান শিক্ষকদের বলা হয়েছে, ১৫ মার্চের পর সংসদে জমা দিতে হবে পড়ুয়াদের নম্বর। এবার নিজের স্কুলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে পড়ুয়ারা।