দুয়ারে সরকার প্রকল্পে এক ভিন্ন চিত্র ধরা পড়ল মালদহে। সাধারণ মানুষের কাছে প্রকল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হল অভিনব উদ্যোগ।’যেমন প্রকল্প তেমন সাজো’। লক্ষ্মীর ভান্ডারের জন্য লক্ষ্মী সেজে দেওয়া হচ্ছে ফর্ম। আবার কৃষক বন্ধুর জন্য কৃষক সেজে দেওয়া হচ্ছে ফর্ম। মালদহ জেলার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের মিটনা হাইস্কুলে বৃহস্পতিবার ছিল দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প। সেখানেই দেখা গেল অভিনব এই উদ্যোগ।
আর এসব দেখতে মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। প্রশাসনের উদ্যোগে খুশি মানুষ। উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান এবং বিডিও বিজয় গিরি। সরকারি প্রকল্পের উপর মানুষের উৎসাহ বাড়াতে এবং প্রকল্প সম্বন্ধে মানুষের ধারণা স্পষ্ট করার জন্য এই উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিধানসভা ভোটের আগেই দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করে। রাজ্যের প্রত্যেক মানুষ যাতে সরকারি প্রকল্পের সঠিক সুবিধা পায় তাই এই ধরনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কারণ এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা যেত সরকারি প্রকল্প থাকলেও সমন্বয়ের অভাবে প্রান্তিক বহু মানুষ এই সব প্রকল্পের সুবিধা পেত না। সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করেন। লক্ষ্য সাধারণ মানুষের ঘরে ঘরে সরকারকে পৌঁছে দেওয়া।
পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা আবদুর রহমান বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং নির্দেশে এদিন আমাদের এলাকায় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প শুরু হল।হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক বিডিও বিজয় গিরি বলেন, আজ দুয়ারে সরকারি প্রকল্পের ক্যাম্প ছিল। সব কাজ সঠিক ভাবেই সম্পন্ন হয়েছে।