হুগলির প্রাচীনতম শহর বাঁশবেড়িয়া (Banshberia)। বাঁশবেড়িয়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের কার্টুন কোথাও। ছোটা ভীম থেকে বাটুল দি গ্রেট। সঙ্গে রয়েছে কচিকাঁচাদের উল্লাসের ছবি। কোথায় দেখা যাচ্ছে ভীমের সঙ্গে কাঁধ মেলাতে, ভীম আর বাটুলের হাতে আবর্জনা পরিষ্কারের বালতি, খুদেরা পার্কে খেলার মজা নিতে ব্যস্ত, বিভিন্ন কার্টুন (Cartoon) চিত্র দিয়ে একের পর এক দেওয়াল রঙিন করে তোলা হয়েছে। অভিনব দেওয়াল চিত্রের মাধ্যমে প্রচারে নেমেছেন সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল (Tmc) প্রার্থী ও প্রাক্তন উপ পুরপ্রশাসক এবং এলাকার দাপুটে নেতা অমিত ঘোষ। তবে, কোথাও লেখা নেই “আমাকে ভোট দিন” কেবলমাত্র কার্টুন চরিত্রের মাধ্যমে এলাকার উন্নয়ন তুলে ধরা হয়েছে। কোথাও প্রকৃত তীর্থ পার্ক, নির্মল ওয়ার্ড সহ অভিনব প্রচার। অমিত বলেন, “এবার ভোটে অন্যরকম ভাবে একটু প্রচার করতে চেয়েছিলাম। তাই কার্টুনের মধ্যে দিয়ে ভোট প্রচার শুরু করেছি। এছাড়া সবচেয়ে বড়কথা দৃশ্য দূষণ কম হওয়ার জন্যই এরকম ভাবে প্রচার।“