ইউক্রেন(Ukraine) ও রাশিয়া(Rassia) সীমান্তে গত কয়েক দিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে চতুর্থ বিশ্বযুদ্ধের(world war) আশঙ্কা করছিল কূটনৈতিক মহল। যদিও সেই মহাযুদ্ধের কালো মেঘ কেটে গেল বুধবার। ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)। ফলস্বরূপ রাশিয়ার সেনাবাহিনী ক্রিমিয়া থেকে ফিরে আসছেন বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সীমান্ত থেকে রাশিয়া সেনা প্রত্যাহার শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।

বিগত কয়েকদিন ধরে ইউক্রেন সীমান্তে রাশিয়ার লক্ষাধিক সেনা ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র মোতায়েনের ঘটনায় উত্তেজনার পারদ চড়ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ ফোনালাপের পরও সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে অনড় ছিল রাশিয়া। এই পরিস্থিতিতে আমেরিকার তরফ স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয় যদি ইউক্রেনের ওপর রাশিয়া হামলা করে সেক্ষেত্রে তার ভয়াবহ ফল ভুগতে হবে রুশকে। এদিন অবশ্য রাশিয়া সেনা প্রত্যাহারের ঘোষণার পর আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া কোথা থেকে কতজন সেনা ফিরিয়ে এনেছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশে আনেনি।
আরও পড়ুন:Bappi Lahiri:মুম্বইয়ে হরেকরকম মাছ পাওয়া যায় না বলে দুঃখ করতেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি
লক্ষণীয় বিষয় হলো একদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর এর মধ্যে বৈঠক হয় দুই নেতার কথোপকথনের পর রাশিয়ার তরফে জানানো হয়, “অবশ্যই আমরাও যুদ্ধ চাইনা।” এর পরই বুধবার সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করল রাশিয়া। সব মিলিয়ে রাশিয়ার সিদ্ধান্তে আপাতত মহাযুদ্ধের অশনিসংকেত কাটিয়ে শান্তি দেখছে বিশ্ব।












































































































































