অসামাজিক কাজ। ধর্ষণ। শ্লীলতাহানিতেও অভিযুক্ত! রাজ্যে পৌরসভা ভোটের আগে ফের বিজেপি প্রার্থীদের নামে পোস্টারে ছয়লাপ। পূর্ব বর্ধমানের দাঁইহাটের পর এবার উত্তর ২৪ পরগনা অশোকনগরে। এমন পোস্টারে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির।
উত্তর ২৪ পরগনার অশোকনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এবার বিজেপি প্রার্থী শ্যামলেন্দু দে ও ২১ নম্বরে ওয়ার্ডে নীলরতন মিত্র, এই দু’জনেই বিরুদ্ধেই পোস্টার পড়েছে গোটা এলাকাজুড়ে। যেখানে জ্বল জ্বল করছে, “অশোকনগর ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শ্যামলেন্দু দে ও ২১ নম্বরে নীলরতন মিত্র, দু-জনেই শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তাই ধর্ষকের বিরুদ্ধে ভোট দিন।”
রাজনৈতিক মহলের খবর, এখন ভোট বলে নয়, এই দুই প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ আগেও হয়েছে। এবং বিজেপির একটা বড় অংশ চাইছিল, এমন অভিযুক্তদের যেন পৌরসভা ভোটে টিকিট দেওয়া না হয়। কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্ব ধর্ষণে অভিযুক্তদের টিকিট দিয়েছে। তাই স্থানীয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এমন পোস্টার বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন- হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল ত্রিপুরায়