১) এটিকে মোহনবাগানের বিজয়রথ ছুটছে। মনবীর সিং -এর জোড়া গোলের সৌজন্যে এফসি গোয়াকে ২-০ গোলে হারিয়ে আইএসএলে শীর্ষস্থানে থাকা হায়দরাবাদ এফসি-কে পয়েন্টে ছুঁয়ে ফেলল জুয়ান ফেরান্দোর দল।
২) এখনও শারীরিক অবস্থা সঙ্কটজনক প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের। মঙ্গলবারও ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। নতুন করে শারীরিক কোনও সমস্যা দেখা যায়নি প্রাক্তন এই ফুটবলারের। মঙ্গলবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।
৩) বুধবার ইডেনে বসতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচের আসর। আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ পকেটে পুড়েছে রোহিত শর্মার দল। কলকাতার মাটিতে টি-২০ সিরিজ নিজেদের দখলে করতে মরিয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা।
৪) পরিবর্তিত হল শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি দ্বি-পাক্ষিক সিরিজের সূচি। টেস্ট নয়, টি-২০ সিরিজ দিয়ে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। মঙ্গলবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-২০ এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল।
৫) প্রাক্তন ফুটবলারদের পেনশন দিতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার প্রাক্তন ফুটবলারদের নিয়ে আইএফএতে একটি বৈঠক করেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। সেই বৈঠকেই প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়।
আরও পড়ুন:Atk Mohunbagan: মনবীরের জোড়া গোল, এফসি গোয়াকে ২-০ উড়িয়ে দিল বাগান ব্রিগেড