বৃহস্পতিবার রঞ্জি ট্রফির ( Ranji Trophy) অভিযান শুরু করতে চলেছে বাংলা ( Bengal)। প্রতিপক্ষ বরোদা। ইতিমধ্যেই কটকে প্রথম ম্যাচের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা। আর বরোদার বিরুদ্ধে নামার আগে বেশ আত্মবিশ্বাসী কোচ অরুণ লাল।
এদিন সাংবাদিক সম্মেলনে বরোদার বিরুদ্ধে নামার আগে অরুণ লাল বলেন,”দলটিকে দেখে খুব ভালো লাগছে। আমাদের গুরুত্বপূর্ণ কিছু অনুশীলন হয়েছে, ছেলেরা খুব পরিশ্রম করছে, আর ওদের স্কিল দেখে খুব ভালো লাগছে। আমরা খুবই উৎফুল্ল এবং অভিজ্ঞতা ও তারুণ্যের ভালো মিশেল রয়েছে, আমরা মুখিয়ে রয়েছি।”
এদিকে সদ্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রবি কুমারের বিষয়ে আশাবাদী হলেও সতর্ক অরুণ লাল। তিনি বলেছেন, “আমরা প্রত্যেকে খুবই উৎফুল্ল এই প্রতিভাবানের জন্য। ও একজন অসামান্য প্রতিভা, তবে এই মুহুর্তে ওকে অপেক্ষা করতে হবে অভিষেক করার জন্য।”
শেষে উইকেট নিয়ে অরুণ লাল বলেছেন, “উইকেটটি দেখে খুব ভালো লাগছে, শুরুতে হয়ত সিম মুভমেন্টে সাহায্য করবে। টস জেতাটা খুবই গুরুত্বপূর্ণ।”