প্রয়াত কিংবদন্তি সুরকার বাপি লাহিড়ি

0
1

ভারত তথা বাংলার সঙ্গীত জগতে ফের নক্ষত্র পতন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই এবার চলে গেলেন কিংবদন্তি সুরকার বাপি লাহিড়ী। দীর্ঘ অসুস্থতার পর , মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

আরও পড়ুন:সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ তৃণমূল সাংসদদের, শান্তনু তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে

সত্তর-আশির-নব্বইয়ের দশকে বলিউডে একটার পর একটা সুপারহিট গানের স্রষ্টা বাপি লাহিড়ী। নিমেষে একের পর এক গানের কম্পোজ করতে পারতেন তিনি। ২০২০ সালে ‘বাঘি-৩’ ছবিতে শেষবার সুর দিয়েছিলেন করেছিলেন বাপি লাহিড়ী। কিংবদন্তি শিল্পী মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে।

১৯৫২ সালের ২৭ নভেম্বর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি ছিলেন সঙ্গীত জগতেরই মানুষ। কিশোর কুমারের পরিবারের সঙ্গেও আত্মিক সম্পর্ক বাপি লাহিড়ির পরিবারের। তাই ছোট থেকে বড় হয়েছেন সাঙ্গীতিক পরিবেশে। ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-র মতো সুপারহিট ছবিতে সুর দিয়েছেন। এছাড়াও প্রচুর বাংলা ও হিন্দি ছবির সুরকার ছিলেন বাপি লাহিড়ি। দুই ভাষাতেই গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য।

গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু এবার দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন সুরলোকে।