“শুধু ডিস্কো নয়, তাঁর গানে মেলোডিরও ছোঁয়া ছিল”, বাপি লাহিড়ির স্মৃতিচারণায় শান্তনু মৈত্র

0
1

লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের এবার সুরালোকে চিরনিদ্রায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার বাপি লাহিড়ি। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ৬৯ বছর বয়সে জীবনাবসান হয় কিংবদন্তি শিল্পীর। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তু এবার দীর্ঘ রোগভোগের পর আর ফেরা হল না।


আরও পড়ুন:Bappi Lahiri: বাপী লাহিড়ীর আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


বাপি লাহিড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুরকার শান্তনু মৈত্র। বাপি লাহিড়ির ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে শান্তনু মৈত্র বলেন, “বাপিদা খুবই আন্তরিক মানুষ ছিলেন। বিভিন্ন সময়ে গান সম্পর্কে আলাপ আলোচনা হয়েছিল আমাদের মধ্যে। বহু গায়ক এবং সুরকারকে সমৃদ্ধ করেছেন বাপি লাহিড়ি। শুধু ডিস্কো নয়, তাঁর গানে মেলোডিরও ছোঁয়া ছিল।”