India Team: পরিবর্তিত হল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সিরিজের সূচি

0
11

পরিবর্তিত হল শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দু’টি দ্বি-পাক্ষিক সিরিজের সূচি। টেস্ট (Test) নয়, টি-২০ (T-20) সিরিজ দিয়ে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা ( India-Srilanka) সিরিজ। মঙ্গলবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের (Bcci) তরফ থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-২০ এবং দুটি টেস্ট ম‍্যাচের সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল।

২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ। ২৪ তারিখ প্রথম ম‍্যাচ খেলা হবে লখনউতে। ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি পরপর ম‍্যাচ দুটি  হবে ধরমশালায়। ওপর দিকে ৪ মার্চ প্রথম টেস্ট হবে মোহালিতে। সেটিই হবে বিরাট কোহলির শততম টেস্ট ম‍্যাচ।  ১২ মার্চ হবে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট। যা হতে চলেছে দিন রাতের টেস্ট। ১২ মার্চ থেকে শুরু সেই গোলাপি বলের টেস্ট।

একনজরে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের সূচি:-
২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): প্রথম টি-২০ লখনউ।

২৬ ফেব্রুয়ারি (শুক্রবার): দ্বিতীয় টি-২০ ধরমশালা।

২৭ ফেব্রুয়ারি (শনিবার): দ্বিতীয় টি-২০ ধরমশালা।

টেস্ট সিরিজের সূচি:-

৪-৮ মার্চ (শুক্রবার- মঙ্গলবার): প্রথম টেস্ট (মোহালি)।

১২-১৬ মার্চ (শনিবার- বুধবার): দ্বিতীয় টেস্ট (ডে-নাইট, বেঙ্গালুরু)।

আরও পড়ুন:India Team: কোহলিকে নিয়ে অহেতুক লেখালেখি বন্ধ হোক, ওয়েস্ট ইন্ডিজ ম‍্যাচের আগে বললেন রোহিত