Sandhya Mukherjee : সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যপাল

0
20

রাজ্যপাল জগদীপ (jagdeep dhankhar) ধনকর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইটার বার্তায় রাজ্যপাল লিখেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের চলে যাওয়া সঙ্গীত ভুবনের অপূরণীয় ক্ষতি। শিল্পীর আত্মার চিরশান্তি কামনা করেছেন রাজ্যপাল। তিনি লিখেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া ‘আমাদের ছুটি ছুটি’ এবং ‘ওরে সকল সোনা মলিন হল’ চিরদিন আমাদের মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে। তাঁর পরিবার, গুণগ্রাহী ও অনুরাগীদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন রাজ্যপাল।