Sandhya Mukharjee: আচমকা কমেছে রক্তচাপ, ফের ICU-তে সন্ধ্যা মুখোপাধ্যায়

0
1

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhyay Mukharjee) ফের স্থানান্তরিত করা হল আইসিইউ-তে (ICU)। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকালে আচমকা তাঁর রক্তচাপ কমে যায়। সঙ্গে সঙ্গেই নবতিপর সঙ্গীতশিল্পীকে ফের আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা। ওষুধ প্রয়োগের পর নিয়ন্ত্রণে রক্তচাপ। হাসপাতাল সূত্রে খবর, আপাতত সঙ্কটজনক হলেও গীতশ্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তবে তাঁর তলপেটে ব্যাথা রয়েছে বলে চিকিৎসকদের জানিয়েছেন তিনি। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

কোভিড সংক্রমণের কারণে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এসএসকেএমের (SSKM) উডর্বান ওয়ার্ডে ভর্তি করা সন্ধ্যা মুখোপাধ্যায়কে। পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ ছিল। বাড়িতে বাথরুম পড়ে গিয়ে তাঁর পায়ে চোটও লাগে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে বর্ষীয়ান এই বিখ্যাত সঙ্গীতশিল্পী। চিকিৎসায় সাড়া দিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে, মঙ্গলবার দিন ফের রক্তচাপ কমে যাওয়ায় চিন্তিত চিকিৎসকরা।

আরও পড়ুন- মাত্র ৬ ঘণ্টায় শিলিগুড়ি থেকে কলকাতা, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি উত্তরবঙ্গ