SSC-নিয়োগের দুটি মামলাতেই CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। আর কে বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি ভেঙে গ্রুপ-ডি নিয়োগ মামলায় ফের সিবিআইকে (CBI)অনুসন্ধানের নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Abhijit Gangopadhyay) সিঙ্গল বেঞ্চ। চাকরির পিছনে কি টাকার লেনদেন? পুনরায় সিবিআই-কেই এই বিষয়ে তদন্ত করে দেখতে নির্দেশ হাইকোর্টের। খতিয়ে দেখে ১৬ মার্চের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (CBI) প্রাথমিক রিপোর্ট দিতে নির্দেশ আদালতের। রাজ্যের তরফে আদালতের এই নির্দেশের উপর অ্যাডভোকেট জেনারেল স্থগিতাদেশের আর্জি জানালেও তা খারিজ করে দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চ।

আদালতের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার মধ্যেই সিবিআই-এর ডিরেক্টর অনুসন্ধান কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের সঙ্গে যোগাযোগ করে সব নথি সংগ্রহ করবেন। তারা নির্দেশের প্রেক্ষিতে কী পদক্ষেপ করেছে সিবিআই, তা জানাতে হবে বুধবার সকালের মধ্যে। যদি সিবিআই-এর ডিরেক্টর এদিন রাত ৯টার মধ্যে নির্দেশ কার্যকর করতে না পারেন, তাহলে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের সঙ্গে বুধবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে দেখা করে সব নথি সংগ্রহ করবেন।
আরও পড়ুন:‘এইসব লোকেদের নিয়ে কেডিএসএ গ্যাং ধেই ধেই করে নেচেছিল’, কটাক্ষ তথাগতর
অনুসন্ধান কমিটির যদি কোনও অফিস থাকে, তাহলে সেখানে কমিটির সদস্য ছাড়া আর কেউ থাকতে পারবেন না। অফিসের বাইরে এখন থেকেই সিআরপিএফ মোতায়েন থাকবে। গ্রুপ-ডি নিয়োগ (Group-D Recruitment) মামলায় দুর্নীতির অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চ ৫৭৩ জনের চাকরি বাতিলেরও নির্দেশ দেয় এবং অবিলম্বে তাদের বেতন বন্ধেরও নির্দেশ দেয় আদালত।
গ্রুপ সি-তেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। তদন্তে নজরদারি করবেন সিবিআই অধিকর্তা। ভুয়ো নিয়োগের অভিযোগে ৩৫০ জনের চাকরি বাতিল করা হয়েছে। তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে বলে হয়েছে বেতন ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন জেলা স্কুল পরিদর্শক। এই মামলারও পরবর্তী শুনানি ১৫ মার্চ।












































































































































