Csk: তিনি চাননি ১৩ কোটির পর তাঁর আর দর বাড়ুক, বললেন সিএসকের এই ক্রিকেটার

0
1

তিনি চাননি ১৩ কোটির পর তাঁর আর টাকার দর বাড়ুক। যার কথা বলা হচ্ছে তিনি হলেন দীপক চাহার ( Deepak Chahar)। আইপিএল ২০২২ ( IPL 2022) মেগা নিলামে ১৪ কোটি টাকা দিয়ে দীপক চাহারকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু দীপক নাকি চাননি ১৩ কোটির উঠে যাওয়ার পর আর যেন কেউ তাঁর জন্য দর না হাঁকেন। এদিন এমনটাই জানালেন সিএসকের এই বোলার।

এদিন এক সাক্ষাৎকারে দীপক বলেন,” আমি চেন্নাইয়ের হয়েই খেলতে চেয়েছিলাম। নিজেকে হলুদ জার্সি ছাড়া অন্য কোনও জার্সিতে দেখতে চাইনি। সেই কারণে আমার দর যখন ১৩ কোটি উঠে যায়, তখন চেয়েছিলাম আর যেন আমার জন্য দর হাঁকা না হয়। তা হলে দলের হাতে টাকা থাকবে। ভাল দল তৈরি করা যাবে তা হলে।”

এরপাশাপাশি দীপক জানান, তিনি জানতেন যে সিএসকে তাকে দলে নিতে ঝাপাবে। কারণ দলের ক‍্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি এবং দলের মালিক এন শ্রীনিবাসন নাকি ২০১৮ বলেছিলেন দীপক সিএসকের হয়েই খেলবেন। এই নিয়ে দীপক বলেন,” আমি রিটেনশনের কথা বলিনি। আমি জানতাম চেন্নাই আমাকে কেনার জন্য ঝাঁপাবে। মাহি ভাই এবং শ্রীনিবাসন স্যার আমাকে বলেছিলেন আমি সব সময় হলুদ জার্সি পরেই খেলব।”

আরও পড়ুন:Suresh Raina: রায়না আইপিএলে দল না পাওয়ায় অবাক গাভাস্কর, না নেওয়ার কারণ ব‍্যাখ‍্যা সিএসকের কর্তার