Corona update: কমছে করোনা, মেডিক্যাল বুলেটিনের রিপোর্টে দেশ জুড়ে স্বস্তি!

0
1

করোনা ভাইরাসের (corona virus) দাপট কমছে, কোভিড ১৯ (covid 19)  এর সংক্রমণ (infection) থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছে দেশ। অন্তত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Ministry of Health) রিপোর্ট তো তেমন ইঙ্গিতই দিচ্ছে। দৈনিক করোনা (corona virus) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (corona virus) আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৪০৯, তবে সোমবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ২০ শতাংশ কম। পাশাপাশি দৈনিক সংক্রমণের (infection) হারও অনেকটাই নিয়ন্ত্রণে। মঙ্গলবার সারা দেশে সংক্রমণের (infection) হার ২.২ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪৭ জনের মৃত্যু হয়েছে।তার মধ্যে কেরলেই মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

আরও পড়ুনঃ Mamata: মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা, উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠকে হাজির ২ বিজেপি নেতাও

আরও পড়ুনঃ প্রথম ডাকেই সাড়া দিয়ে নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি তারকা সাংসদ দেব

ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরুর দিক পর্যন্ত যেভাবে করোনা (corona virus) গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল তাতে চিন্তা বাড়ছিল সারা দেশে। কিন্তু বর্তমানে সুস্থতার হার অনেকটাই বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Ministry of Health) দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮২ হাজার ৮১৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার ৪৫৮ জন করোনা কাটিয়ে উঠতে পেরেছেন। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বারবার টেস্ট করাবার কথা বলা হয়েছে। গত সোমবার দেশে মোট ১২ লক্ষ ২৯ হাজার ৫৩৬টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে।রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় ৪৪ লক্ষেরও বেশি করোনার টিকা দেওয়া হয়েছে।