৪ পুরসভা নির্বাচনে লজ্জাজনকভাবে হেরেছে বঙ্গ বিজেপি(BJP)। লজ্জার হারের পর মুখ রক্ষার্থে আসন্ন ১০৮ পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর(Central Force) দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি। নির্বাচনের(Election) কমপক্ষে ৭২ ঘণ্টা আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করানোর আর্জির পাশাপাশি একজন নিরপেক্ষ পর্যবেক্ষক এবং নিরপেক্ষ মাইক্রো অবজার্ভার নিয়োগ করার জন্যও আর্জি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে(Kolkata High Court)।

বিজেপি তরফে অভিযোগ তোলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। শাসক দল মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। পাশাপাশি পুরসভা নির্বাচনে আদালতের কোনও নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি। তোলা হয়েছে সন্ত্রাসের অভিযোগ। এই পরিস্থিতিতে ১০৮ পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে আদালত যেতে হস্তক্ষেপ করে তার জন্য আবেদন জানিয়েছেন বিজেপির আইনজীবীরা। যদিও তৃণমূলের তরফে বিজেপির তোলা এই সমস্ত অভিযোগ ইতিমধ্যেই উড়িয়ে দেওয়া হয়েছে। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে ওদের লড়াই করার ক্ষমতা নেই, তাই এভাবে বারবার আদালতে মামলা করছে। সব কিছুতেই ওরা রাজ্যপাল ও আদালতে ছুটে বেড়ায়। তৃণমূলের এসবের প্রয়োজন নেই, তৃণমূলের পাশে মানুষের ভালোবাসা আছে।












































































































































