প্রত্যাশামতোই রাজ্যের চারটি পুরনিগমের ভোটে নিরঙ্কুশ জয়ের পথে তৃণমূল কংগ্রেস। গণনা শুরু হওয়ার পর সকাল থেকেই তৃণমূল প্রার্থীরা পর পর জিততে থাকেন। সকাল ১১টার হিসাব বলছে ইতিমধ্যে ৪টি পুরসভায় কার্যত সংখ্যাগরিষ্টতার পথে তৃণমূল কংগ্রেস। বিধাননগরে ৪১ আসনের মধ্যে ৩৯টিতেই জয়ের পথে তৃণমূল কংগ্রেস। লক্ষ্যণীয় বিষয় হল, বিজেপি একটিতেও এগিয়ে নেই। একটিতে এগিয়ে রয়েছে কংগ্রেস ।অপরটিতে নির্দল। বিধাননগরে জয়ের পথে প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সব্যসাচী দত্ত, দেবরাজ চক্রবর্তী এবং তাপস চট্টোপাধ্যায়ের কন্যাও।
আরও পড়ুন:WB Municipal Election: আজ চার পুরসভার ভাগ্য নির্ধারণ,ক্ষমতায় কারা?
৪৭ আসনের শিলিগুড়ি পুরভোটে ফলাফলে তৃণমূল জিতছে সে নিয়ে কোনও সন্দেহ নেই। তবে বাম-কংগ্রেসও বেশ কয়েকটি ওয়ার্ডে জয়ের পথে। সকাল ১১টার ফলাফলে দেখা যাচ্ছে, তৃণমূল এগিয়ে ৩১টি আসনে,বাম ও বিজেপি ২টি কেন্দ্রে এবং কংগ্রেস ১টি কেন্দ্রে এগিয়ে। হেরে গিয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। হারার ব্যবধান মাত্র ৫১০। ৩৩ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন গৌতম দেব।
১০৬ আসনে আসানসোলে দুপুর ১১টায় হিসাবে দেখা যাচ্ছে, ৬০টি আসন ফলাফলের ভিত্তিতে প্রায় ৫০টি এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে ৪টিতে বাম ২টিতে,কংগ্রেস ১টিতে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.