Maxwell ভারতীয় বংশোদ্ভূত ভিনি রামনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ম‍্যাক্সওয়েল

0
4

এবার গাটছড়া বাঁধতে চলেছেন অস্ট্রেলিয়া ক্রিকেটার (Australian Cricketer) গ্লেন ম‍্যাক্সওয়েল (Glenn Maxwell)। দীর্ঘদিনের বান্ধবী ভারতীয় বংশোদ্ভূত ভিনি রামনের সঙ্গে ২৭ মার্চ গাটছড়া বাধতে চলেছেন তিনি। বিয়ের অনুষ্ঠান মেলবোর্নে।

বাগদান হয়ে গিয়েছিল ২০২০ সালেই। ২০২০ সালে ১৩ মার্চ ভারতীয় রীতি মেনেই বাগদান হয়েছিল ম‍্যাক্সওয়েল এবং ভিনি রামনের। সেই অনুষ্ঠানে নীল শেরওয়ানি পড়েছিলেন ম্যাক্সওয়েল। লেহঙ্গা পড়েছিলে ভিনি। আর এবার বিয়ের পালা। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আর সেটা আইপিএল শুরুর দিনেই। সম্প্রতি ভাইরাল হয়েছে ম‍্যাক্সওয়েলের বিয়ের আমন্ত্রনপত্র। তামিল ভাষায় লেখা হয়েছে এই বিয়ের আমন্ত্রণপত্র। আমন্ত্রণপত্রে দেখা যাচ্ছে, ২৭ মার্চ বিয়ের অনুষ্ঠান হচ্ছে মেলবোর্নে। করোনা পরিস্থিতির কারণেই বিয়ের দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তারা।

আরও পড়ুন:Wirddhiman Saha: গুজরাত টাইটান্স দলের অংশ হতেই ভিডিওতে বার্তা ঋদ্ধির