গোয়ায়(Goa) তৃণমূল কংগ্রেস(TMC) ভালো ফল করবে। তবে গোয়ায় কেনাবেচা হয়। ওখানে প্রচুর গুড়ের খেলা চলে অত গুড় আমাদের নেই। আজ গোয়া বিধানসভার নির্বাচন চলছে। তার মাঝে এমনটাই জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সঙ্গে তিনি বলেছেন, গোয়ায় মাত্র তিন মাসে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে পৌঁছে গেছে। অভিষেক বন্দোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, মহুয়া মৈত্ররা সফল ভাবে এই কাজটা করেছে।
এই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা ঠিক যে একটা জায়গায় নিজের পায়ে দাঁড়াতে তিন- চার বছর সময় লাগে। কিন্ত তিন মাসেই তৃণমূল কংগ্রেস অনেটা পথ পেরিয়েছে। আমাদের সহযোগী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি রয়েছে। আমরা একসঙ্গে লড়াই করছি।
আরও পড়ুন:Goa: আজ গোয়ায় নির্বাচন, ২৬টি আসনে লড়াই তৃণমূলের
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বলেন, ফলাফল যাই হোক না কেন আগামী দিনে গোয়ায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী হবে। সেখানে আমরা কাজও করব। একই সঙ্গে তাঁর সংযোজন, আমরা সবটাই নজরে রাখছি।