চার পুরনিগমে নিরঙ্কুশ জয়ের পথে তৃণমূল কংগ্রেস। জয়ের কারিগর সমস্ত মানুষকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এই জয় আরও দায়িত্ব বাড়িয়ে দিল। কর্মীদের আরও নম্র, সৌম্য হয়ে মানুষের কাজ করতে হবে। মানুষের প্রয়োজনে কাজ করতে হবে রাস্তায় নেমে। রাস্তা-ঘাট থেকে এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
আরও পড়ুন:WB Municipal Election Result:চার পুরনিগমে নিরঙ্কুশ হওয়ার পথে তৃণমূল, বহু জায়গায় দ্বিতীয় স্থানে বামেরা
কোথাও কোথাও বামেরা বিজেপিকে ঠেলে দ্বিতীয় স্থানে এগিয়ে এসেছে। সে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরা আসলে জগাই-মাধাই-গদাই। কখনও বামের ভোট বিজেপিতে, কখনও বিজেপির ভোট বামে আসে, কংগ্রেসে আসে। এটা নতুন কিছু নয়।
শিলিগুড়িতে একদিকে বাম অন্যদিকে বিজেপিকে সরিয়ে আবার তৃণমূল কংগ্রেসের আধিপত্য বাড়ছে। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এটা স্বাভাবিক। ওরা জেতার পর একটাও কাজ করেনি। আর আমরা শিলিগুড়িতে কাজ করেছি। পাহাড়ে কাজ করছি। বিজেপি চা বাগান খুলে দেবে বলে কথা রাখেনি। আমাদের সেখানে কাজ করতে হচ্ছে। একটার পর একটা প্রকল্পে কাজ হচ্ছে। কোচবিহার, দিনাজপুর সব জায়গায় কাজ হচ্ছে। মানুষ দেখছেন। নিজেদের অভিজ্ঞতা থেকে তৃণমূল কংগ্রসের পাশে দাঁড়াচ্ছেন।
পুরভোটে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাস্তবত কিছুই হয়নি। আমি নির্দেশ দিয়েছিলাম কড়া হাতে মোকাবিলা করতে। পুলিশ করেছে। নির্বাচন কমিশনও করেছে। ধন্যবাদ তাদের। আমি চাই ২৭-এর ভোটেও তাই হোক।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.