শিলিগুড়িতে গৌতমই মেয়র, বাকি তিনের সিদ্ধান্ত সফর সেরে ফিরে দলের বৈঠকে, জানালেন মুখ্যমন্ত্রী

0
1

পুরভোটের পর চার পুরনিগমে কে মেয়র হবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্কার ভাষায় জানালেন, দলে আলোচনা করে বলা হবে। এভাবে আমাদের দলে কিছু ঠিক হয় না। তবে জানাতে ভুললেন না শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গৌতমই ওখানে সবচেয়ে সিনিয়র। এই বার্তা পাওয়ার পরেই গৌতম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলনেত্রীর প্রতি। বলেন, দিদির সিদ্ধান্ত মাথায় পেতে নেব। শিলিগুড়ি জিততে না পারাটা সব সময় আমায় খোঁচা দিত। দিদি এত কাজ করার পরেও আমরা জিততে পারিনি। এবার জিতে সেই বৃত্ত সম্পূর্ণ হলো। এবার উন্নয়ন দিদির হাত ধরে।

আরও পড়ুন:পুরভোটে চারে চার, মানুষকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী



অন্য পুরনিগমে কারা পদাধিকারী হবেন, সে বিষয়ে বৈঠক হবে নেত্রী উত্তরবঙ্গ সফর সেরে ফেরার পরেই। বিধাননগরে কৃষ্ণা চক্রবর্তী মেয়র, আর সব্যসাচী দত্ত ডেপুটি মেয়র? মুখ্যমন্ত্রী বলেন, সব দল ঠিক করবে। এটা বলার সময় নয়।কৃষ্ণা চক্রবর্তী এদিন জয়ের পথে এগোনোর মাঝেই বলেন, দিদির সিদ্ধান্তই শেষ কথা। তিনি পতাকা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে বললেও থাকব। আর সে প্রসঙ্গে স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী বলেন, হ্যাঁ, প্রথমবার এমপি হওয়ার পর ও আমার সঙ্গে দীর্ঘদিন দিল্লিতে ছিল। একসঙ্গে রান্না করেছি। অনেক স্মৃতি। সহাস্যে বলেন, ওর প্রেমও আমার দিল্লির কোয়ার্টার থেকে।