টুইটে বাকযুদ্ধ। পশ্চিমবঙ্গের রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar) বনাম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (CM M K Stalin)। টুইট পাল্টা টুইট। গতকাল টুইটার হ্যান্ডেলে বিজ্ঞপ্তি জারি করে বিধানসভা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। রাজ্যের সাংবিধানিক প্রধানের এমন পদক্ষেপ কাঙ্খিত ছিল না বলে টুইটে মন্তব্য করেছেন স্ট্যালিন। রবিবার এর পাল্টা টুইট করে রাজ্যপাল জানালেন তিনি নিয়ম মেনেই কাজ করেছেন। স্ট্যালিনকে (M K Stalin) দেওয়া জবাবি টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেছেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। যদিও মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) আগেই তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছিলেন রাজ্যপালকে।
আরও পড়ুন: সংবাদমাধ্যমের কণ্ঠরোধ, সাংবাদিকদের উপর নির্যাতনের নিরিখে শীর্ষ স্থানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ!
স্ট্যালিন লিখেছিলেন, “রাজ্যপালের থেকে বিধানসভা অধিবেশন স্থগিত করার মতো পদক্ষেপ প্রত্যাশিত নয়। তা প্রতিষ্ঠিত নিয়ম বিরুদ্ধ।” অন্য আরেকটি টুইটে তিনি লেখেন, “রাজ্যের সাংবিধানিক প্রধানের উচিত সংবিধানের রক্ষার ক্ষেত্রে নিজেকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা। গণতন্ত্রে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করা উচিত।”
The act of #WestBengal Governor to prorogue the WB Assembly Session is without any propriety expected from the exalted post and goes against the established norms and conventions. (1/2)
— M.K.Stalin (@mkstalin) February 13, 2022
স্ট্যালিনের মন্তব্যের পালটা জবাব দিয়ে রাজ্যপাল লিখেছেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের অত্যন্ত কঠোর পর্যবেক্ষণ সত্য-সংযুক্ত আদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। রাজ্যপাল কার্যত দাবি করেছেন, তাঁকে অনুরোধ করা হয়েছিল বলেই তিনি অধিবেশন স্থগিত করেছেন।
https://twitter.com/jdhankhar1/status/1492745741197983750?t=2GgXLRwG82iw8OLm7TJNtg&s=08