Municipal Election 2022 : কোভিড বিধি মেনে রাজ্যের চার পুরনিগমে ভোটগ্রহণ চলছে

0
3

কোভিড বিধি মেনে শনিবার সকাল ৭ টায় রাজ্যের চার পুরনিগমে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে (west Bengal Municipal Election 2022) । সর্বত্রই ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো। শান্তিপূর্ণভাবে লাইন দিয়ে ভোট দিচ্ছেন সকলে ।

 

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি— এই চার পুরনিগমেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। প্রতিটি বুথেই রয়েছে সশস্ত্র পুলিশ। সেই সঙ্গে সিসিটিভিতে নজরদারির ব্যবস্থাও থাকছে।

চার পুরনিমগের মধ্যে সব চেয়ে বেশি বুথ রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। সেখানে মোট বুথের সংখ্যা ১,১৮২। প্রত্যেক বুথে রয়েছে চারজন করে বুথকর্মী। আসানসোলের মোট ভোটার ৯ লক্ষ ৪২ হাজার ৯০।

অন্যদিকে সব চেয়ে কম সংখ্যক বুথ রয়েছে চন্দননগরে। বুথের সংখ্যা ১৭৩। চন্দননগরে মোট ৩৩টি ওয়ার্ড রয়েছে। ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৮৪৩।

বিধাননগরের বুথের সংখ্যা ৫২৩। মোট ভোটার ৪ লক্ষ ৪৬ হাজার ৭৪০।

শিলিগুড়িতে মোট বুথের সংখ্যা ৫০২। এর মধ্যে ৮১টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিলিগুড়িতে মোট ভোটার ৪ লক্ষ ২ হাজার ৮৯৫।