Accident: রেলব্রিজে উঠে সেলফি! ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের, আহত ১

0
1

মর্মান্তিক! সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের। গুরুতর আহত আরও একজন। শনিবার এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কাঁসাই ব্রিজের পুরনো রেললাইন এলাকায়।

রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, মুস্তাক আলি খান (৩৭) এবং আবির গায়েন (৩৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। আহত যুবকের নাম জুনমত গায়েন (৩৫)। মেদিনীপুর শহরের রাজারবাগান এলাকার বাসিন্দা মুস্তাক এবং জুনমত। আবির হাতিলকা এলাকার বাসিন্দা।

রেলপুলিশ সূত্রে খবর, বিকেল ৪টে ৩৫ নাগাদ ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল ওই সেতু পার করার সময় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পিকনিকে ফাঁকেই সেলফির তোলার জন্য রেলব্রিজের উঠে পড়েছিলেন মুস্তাক ও আবির। সঙ্গে আরও একজন। সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। তখন হঠাৎ করে ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় মুস্তাক ও আবির মারা যান ঘটনাস্থলেই। সঙ্গে যিনি ছিলেন, গুরুতর আহত হন তিনিও। ওই যুবককে ভর্তি করা হয়েছে মেদিনীপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

আরও পড়ুন- প্রয়াত মধ্যবিত্তকে দু’চাকার স্বপ্ন দেখানো রাহুল বাজাজ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর