Atk Mohunbagan: নর্থইস্টের বিরুদ্ধে দুরন্ত জয় বাগান ব্রিগেডের

0
1

শনিবার আইএসএলে ( isl) দুরন্ত জয় পেল এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। এদিন তারা ৩-১ গোলে হারাল নর্থইস্ট ইউনাইটেডকে ( NorthEast United)। বাগানের হয়ে গোল গুলি করেন জনি কাউকো, লিস্টোন কোলাসো এবং মনবীর সিং। এই জয়ের ফলে লিগ টেবিলে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট দ্বিতীয় স্থানে উঠে এল বাগান ব্রিগেড।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে সবুজ-মেরুন ব্রিগেড। পাল্টা আক্রমণ চালায় নর্থইস্ট। যার ফলে ম‍্যাচের ১৭ মিনিটে গোল করে এগিয়ে দেন ভিপি সুয়ের। এরপর পাল্টা আক্রমণে ঝাপায় মোহনবাগান। যার ফলে ২২ মিনিটে সমতা জনি কাউকো। এরপর প্রথমার্ধে শেষ লগ্নে গোল করে বাগানকে এগিয়ে দেন লিস্টোন কোলাসো। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচ শেষ হয় ২-১ গোলে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে বাগান ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ৫২ মিনিটে গোল করে বাগানকে ৩-১ গোলে এগিয়ে দেন মনবীর সিং। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি বাগান ব্রিগেড।

আরও পড়ুন:Surajit Sengupta: এখনও সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত